২।লোহার টুকরা পানিতে ডুবে যায় কিন্তু লোহায় নির্মিত জাহাজ কেন পানিতে ভাসে?
উত্তরঃ লোহার ঘনত্ব পানির ঘনত্ব অপেক্ষা বেশী বলে লোহার টুকরা পানিতে ডুবে যায়।
পানি অপেক্ষা অধিক ঘনত্বের বস্তু পানিতে ভাসার কারন হিসেবে আর্কিমিডিস একটি সুত্র প্রণয়ন করেন।
সুত্রঃ"
কোন বস্তুকে স্থির তরল বা বায়বীয় পদার্থে নিমজ্জিত করলে বস্তু কিছু ওজন
হারায়,এ হারানো ওজন বস্তু কতৃক অপসারিত তরল বা বায়বীয় পদার্থের ওজনের সমান"
অপসারিত পানির ওজন যদি বস্তুর ওজনের সমান বা বেশী হয় তাহলে বস্তু পানিতে
ভাসবে।
লোহাকে
যখন পিটিয়ে পাত করা হয়,তখন লোহার আয়তন বেড়ে যায় এবং লোহার পাতের অপসারিত
পানির ওজন বেশী হয় বলেই লোহায় নির্মিত জাহাজ পানিতে ভাসে।

No comments